Print This Publication

অনীক রুদ্রের কবিতা
ব্ল্যাক কমেডি  


যা হয়ে গেছে

তা বীভৎস  

যা হতে পারত তা আরও  

যা হচ্ছে তা আরও অসুন্দর  

সময়ানুগ ও বীভৎস  


এই অভিভাষণের 

এই অনাড়ম্বর পারম্পর্যের পাতায় 

তােমাকে খেলতে হবে, 

পুরন্দর 

যা অনৈতিহাসিক 

ও সুদৃশ্য


উৎকণ্ঠা  


পাতার পর পাতা

পাতার পর পাতা

একটা ঘাের

জঙ্গলের ভেতর কান্না 

(সেইসব অরণ্যরােদন ও তার আয়ুষ্কাল) 

তাও, বন্ধ হােক 

থামতে জানাও যে শিল্প 

বুঝে নিক প্রেমিক


যুগান্তরে  


অবােধ্য এককগুলাে জেগে উঠছে নরম আলােয় 

এমন দ্রাবিত মায়া সারি সারি ধান-ফুল যেন

বাতাস-পরাগী আর কৃষিসভ্যতার থেকে চলে গেছে

নগর বয়নে বৈভবের শিরােদেশে অস্ত্রের সভ্যতা অগণিত

লােকে জানে রাজতন্ত্র, কখনও শাসন বিভাজন নিত্য 

রূপে, কত নাম যুগান্তরে অষ্টোত্তর শত আর গীত 

পুরুষ ও রমণী যার নিয়ত নতুন অংশীদার, 

সেই আধা-সামরিক মগ্ন, কামময় দুর্মর প্রাবৃটে


অসহিষ্ণু, আকাশ, ২০১৭
Comments

Popular Posts